“রানা ভাই এখন রিহ্যাবে” বইয়ের প্রথম ফ্ল্যাপ এর লেখা :
রিহ্যাবের চার দেয়ালে বসে ভাবছি, এ খাচা ভাঙব । আমি কেমন করে? জীবনটা কেন এত এলােমেলাে হয়ে গেল? আমি কি এতই খারাপ ছিলাম? বাবা-মা কত আদর করত, সেই আমি কী করে পারলাম এত বদলাতে? মায়ের বুকের গন্ধ এখনও আমার নাকে লেগে আছে। চোখ বন্ধ করলে এখনও মনে হয় বাবার বাহুতে আছি। খেলতে গিয়ে ব্যথা পেলে বড়ভাই দৌড়ে এসে বড় বড় চোখে তাকিয়ে বুঝতে চেষ্টা করত আমার কষ্ট। ছােট্ট বােনটির সাথে খুনসুটি লেগেই থাকত। সেই সুন্দর দিনগুলাে কি আমার এ বন্ধ খাচার দরজা খুলে দিতে পারবে?