ধর্ম ও বর্ণের বর্ণিল ইতিহাস, মানব সভ্যতারই ইতিহাস। ধর্ম যেভাবে এসেছে সেভাবে মানুষের বিশ্বাস ও বােধের জগৎ নতুন নির্মিতি পেয়েছে। সেখানে কখনাে শ্রেণি বিভাজন, কখনাে বা লৌকিক ও অলৌকিকতা মানুষের বিশ্বাসের বােধকে উজ্জীবিত করেছে, আবার ভীতি ও নিবেদনের ভঙ্গিতে নতুনত্ব দান করেছে। ‘দাস ও দেবতাগণ এ রকম বেশ কিছু বিশ্বাস ও বােধের জগৎকে উন্মােচিত করেছে। অসাধারণ সব ঐতিহাসিক অধ্যায়কে সুনিপুণভাবে প্রবন্ধকার এখানে সন্নিবেশিত করেছেন। অনেক অস্পষ্ট চিত্রকে স্পষ্টিকরণ এ বইয়ের প্রধান বৈশিষ্ট্য। নিঃসন্দেহে পরিশ্রম সাপেক্ষ এ প্রয়াস প্রবন্ধকারকে ভিন্নতর মাত্রায় পাঠক সমাজে পরিচিত করে তুলবে।