বাদলের ছুড়ে মারা বলের আঘাতে মারাত্মক আহত হয় রিতা। পরীক্ষার হলের পরিবর্তে হাসপাতালে যেতে হয় তাকে। গ্রাম্য-শালিসে সিদ্ধান্ত হয় এক লাখ টাকা জরিমানা দেবে বাদল। বাদলকে বাড়ি থেকে বের করে দেন তার বাবা। তাকে বের করে দেওয়া হয় কলেজ থেকেও। কিন্তু সে পিছু ছাড়ে না রিতার। এদিকে বাদলকে মারতে চায় জুয়েল। কিন্তু জুয়েলের সঙ্গে কিসের দ্বন্দ্ব বাদলের? দ্বন্দ্বটা কি বাদলের বােন নাদিয়া-সংক্রান্ত? কেন বিয়ে ভেঙে যায় নাদিয়ার? একরাতে রিতার ঘরে ঢােকে কেউ। সন্দেহের তীর ছােটে বাদলের দিকে। কারণ, তার স্যান্ডেল পাওয়া যায় ঘটনাস্থলে। রিতার স্বজনরা তাকে খোঁজে প্রতিশােধ নেওয়ার জন্য। ছুরি মারা হয় বাদলকে। কে মারে? রিতার স্বজনরা? নাকি অন্য কেউ? আর কেন বিষ খায় নাদিয়া? অবশেষে রিতা যখন ছুটে আসে বাদলের কাছে, বাদল তখন অ্যাম্বুলেন্সের যাত্রী। অতঃপর শুধুই প্রার্থনা। কেন এই প্রার্থনা? বাদলের সুস্থতার জন্য? নাকি…