“বাংলাদেশ : সমাজ সংস্কৃতি রাজনীতি প্রতিক্রিয়া” বইটির ফ্ল্যাপ এর লেখাঃ
বরেণ্য শিক্ষাবিদ ও কলামিস্ট এবনে গােলাম সামাদ আমাদের মাঝে আছেন দীর্ঘদিন। অবশ্য দিয়েছেন তার অধিক। এ ক্ষেত্রে কোন বিশেষণই তার জন্য যথেষ্ট হবে না। কারণ তিনি চিন্তাক্ষেত্রের সকল অঙ্গনেই তাঁর পদচিহ্ন রেখেছেন। আর যা রেখেছেন সফলভাবেই। সেদিক থেকে বিবেচনা করলে এবনে গােলাম সামাদকে একটি প্রতিষ্ঠানের সাথে তুলনা করলে অত্যুক্তি হবে না। কারণ তিনি লিখেননি এমন কোন বিষয় নেই। জ্ঞান বিজ্ঞানের নানা শাখায় গভীর আকর্ষণ ছিল এবনে গােলাম সামাদের। শিল্প, সাহিত্য, ইতিহাস, বিজ্ঞান, সঙ্গীত, রাজনীতি, অর্থনীতি প্রভৃতি বিষয়ে গভীর অধ্যায়ন করেছেন এবং এসব বিষয়ে লিখেছেন বহু প্রবন্ধ ও কলাম । তাকে অনেকেই বিবেচনা করে থাকেন জীবন্ত। জ্ঞানকোষ হিসেবে। তাঁর সর্বব্যাপক অধ্যায়ন, জ্ঞানের গভীরতা এবং সহজ ও বােধগম্য ভাবে তা উপস্থাপনের ঈর্ষণীয় ক্ষমতা মানুষকে বিস্মিত করে। এবনে গােলাম সামাদ যে, জ্ঞান-বিজ্ঞানের তথা চিন্তা-ক্ষেত্রের সকল শাখাতে সফল বিচরণ। করেছেন, তার উজ্জ্বল দৃষ্টান্ত ‘বাংলাদেশ : সমাজ সংস্কৃতি রাজনীতি প্রতিক্রিয়া নামক গ্রন্থ। গ্রন্থটি পাঠ করলে পাঠককে বিস্মিত হতে হয় লেখকের আলােচনার বিষয়গুলাে নিয়ে।
এখানে আলােচিত হয়েছে রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, সাহিত্য, সংস্কৃতি, শিক্ষা, বিজ্ঞান ও বিজ্ঞান ভিত্তিক দর্শনসহ আরও অনেক বিষয় নিয়ে। সবদিক বিবেচনায় এটি একটি যে আকর গ্রন্থ, এতে কোন সন্দেহ নেই। বইটি প্রথম প্রকাশিত হয় ২০০৩ খ্রিস্টাব্দে। এর অধিকাংশ প্রবন্ধ রচিত হয়েছে নব্বইয়ের দশক জুড়ে। সেই পুরাে দশককে বুঝতে ও জানতে গ্রন্থটি অনন্য। এর সাথে নতুন করে সংযােজন হলাে আরও কয়েকটি প্রবন্ধ। তাছাড়া লেখকের বিবেচনায় এটি তাঁর রচিত গ্রন্থগুলাের মধ্যে অন্যতম।