“পেনসিল ভূত” বইটির ফ্ল্যাপ এর লেখাঃ
আমার ছেলে সাফওয়ানকে রাতে ঘুমাবার সময় প্রায়ই গল্প শােনাতে হয়। চেনাজানা গল্পগুলাে বলা শেষ হলে তখন নিজে থেকে যা খুশি মাথায় আসে বলতে থাকি। সেও ওইসব আজগুবি গল্প খুব আগ্রহ নিয়ে শুনতে থাকে। ওই গল্পগুলাের প্রধান চরিত্র যে সে নিজেই থাকে-এ কারণেই, বােধ করি, তার এত আগ্রহ। গল্প বলতে বলতে কখন যে আমি ঘুমিয়ে পড়ি, টের পাই না। সাফওয়ান কিন্তু জেগে থাকে, জেগে জেগে হয়তাে গল্পের রাজ্যে ঘুরে বেড়াতে থাকে…