“জীবন ও কর্ম: উমর ইবনুল খাত্তাব-২য় খণ্ড” বইয়ের পিছনের কভার:
আমরা বর্তমানে এক বিশৃঙ্খল পৃথিবীতে বসবাস করছি। তবে তা উমর রা.-এর সমকালীন যুগের বিশৃঙ্খলতা থেকে বেশি নয়। উমর রা.-এর জীবন শুরু হয়েছিল। জাহেলিয়াতের যুগে এবং শেষ হয়েছিল ইসলামের স্বর্ণযুগে। শিক্ষা গ্রহণের জন্য ইসলামের দ্বিতীয় খলীফার জীবন-ইতিহাস এক অমূল্য সম্পদ। তিনি এমন সব চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছিলেন যেগুলাে এর আগে কাউকে মােকাবেলা করতে হয়নি। আর তিনি এসব চ্যালেঞ্জ ইসলামের সঠিক মূল্যবােধ এবং শরীয়তের সীমারেখায় থেকেই সফলভাবে মােকাবেলা করতে সমর্থ হয়েছিলেন।
যারা এ সমস্যাসঙ্কল পরিবেশে জাতিকে নেতত্ব দিতে চান তাদের জন্য এ গ্রন্থটিতে একজন আদর্শ মুসলিম নেতার দৃষ্টান্ত উপস্থাপন করা হয়েছে যিনি তার অধীনস্থ সৈন্য, মহিলা, শিশু, অমুসলিম জাতি-গােষ্ঠি এবং এমনকি পশু-পাখিসহ সকলের ব্যাপারে আল্লাহর সামনে জবাবদিহিতার ভয় করতেন। উমর রা. এমন একজন সফল ও দূরদর্শী নেতা ছিলেন যিনি রাষ্ট্রের সকল বিষয়ে খোঁজখবর রাখতেন এবং যে কোনাে কঠিন সিদ্ধান্ত নেওয়ার পূর্বে সমাজের বিজ্ঞ ও দক্ষ ব্যক্তিদের সঙ্গে পরামর্শ করতেন।
অন্য সকলের জন্য এ গ্রন্থ ইসলামী ইতিহাসের এক চমকপ্রদ এবং তাৎপর্যপূর্ণ অংশকে জানার পথকে উন্মুক্ত করবে। একই সাথে এটি এক গুরুত্বপূর্ণ শিক্ষাকেও তুলে ধরবে যে, প্রাচুর্য কিংবা অর্থ-বিত্তের মাধ্যমে আমাদের শক্তি ও সাহস অর্জিত হয় না, বরং সেটি আসে আল্লাহর নিকট পরিপূর্ণভাবে নিজেকে সমর্পণ এবং ইসলামের রজ্জুকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরার মাধ্যমে ।