“জামান সাহেবের স্ত্রী” বইটির ফ্ল্যাপের কথাঃ
তাঁর নিজের কোন নাম ছিল না, ছিল কেবল একটি পরিচয়। তিনি, জামান সাহেবের স্ত্রী। এই পরিচয়ে তাঁর কোন আপত্তিও ছিল না কোনদিন। তারপর একদিন গভীর রাতে জামান সাহেব ঘরে নিয়ে এলেন আরও একজন বধূ… ক্ষোভে কিংবা অভিমানে, ক্রোধে কিংবা অপমানে, একই ছাদের নিচে থেকেও প্রিয় পুরুষটির সাথে সেই নারী তৈরি করে নিলেন এক জীবনের ব্যবধান। একমাত্র পরিচয় খানাও তাই গেল হারিয়ে, সে রাতেই। শুনতে পাওয়া যায়, জীবনে আর কোনদিন জামান সাহেব তাঁকে দেখতে পাননি। চোখের দেখাও না। এই গল্প সম্পর্কের জটিল সমীকরণে জড়িয়ে যাওয়া একজন পুরুষের, যিনি আজীবন বয়ে বেড়িয়েছেন ভালোবাসার পাপ। তারপর একদিন… বহু বছরের ব্যবধান পাড়ি দিয়ে জীবন তাঁদেরকে দাঁড় করিয়ে দিয়েছিল আবারও মুখোমুখি। এই গল্প অপমান, প্রতারণা, বঞ্চনার। এই গল্প পাপ, স্মৃতি ও ভালবাসার। এই গল্প বহুকাল বাদে দু’জন মানব-মানবীর প্রথম দেখার। এই গল্প তীব্র অভিমানে জীবন পার করে দেয়ার। কিংবা – একজন তরুণি গৃহবধূর। তাঁরও নিজের কোন নাম ছিল না, কিংবা হারিয়ে গিয়েছিল সংসারের গর্ভে। তিনি কিংবা তাঁরা…জামান সাহেবের স্ত্রী!