“যাত্রা” বইটির প্রথম ফ্ল্যাপ-এর লেখাঃ
যাত্রা মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস। ১৯৭১ সালের ২৫শে মার্চের ভয়াল কালরাতে পাকিস্তানি বর্বর হানাদার বাহিনীর পৈশাচিক আক্রমণ থেকে প্রাণরক্ষার জন্য ঢাকাবাসীর অনিশ্চিত গন্তব্যের দিকে ছুটে চলার কাহিনিই যাত্রা। প্রাত্যহিক দিনপঞ্জি বা ডায়েরির আদলে লেখা যাত্রা উপন্যাসের কাহিনি, মার্চের শেষ সপ্তাহ থেকে এপ্রিলের প্রথম সপ্তাহ পর্যন্ত সময়কালের ঘটনার শিল্পরূপ।
যাত্রা উপন্যাস মূলত যুদ্ধে আক্রান্ত নগরবাসীর আত্মরক্ষার্থে পলায়ন এবং আশ্রয়ের শেষ গন্তব্যে পৌছানাের আগেই তারা প্রতিরােধের চেতনায় উজ্জীবিত। এই প্রতিরােধী পরিবেশ অঙ্কনে শওকত আলী সিদ্ধহস্ত। আখ্যানবিন্যাস, পরিবেশ-কল্পনা ও ভাষা ব্যবহারে মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত যাত্রা একটি শিল্পসফল উপন্যাস।