এই ধরনের বই আমাদের দেশে এটাই প্রথম। এই বইতে গল্প আছে ৭টি। কিন্তু সেগুলাে তাে জাকির তালুকদারের অন্য গল্পগ্রন্থেও আছে। এই বইতে আছে গুপ্তধন সন্ধানের চাবিকাঠির ইশারা। গল্প লেখার গল্প। কীভাবে লেখা হলাে সেই ৭টি গল্প । কীভাবে একটি গল্পে বীজ প্রবিষ্ট হলাে, আর সেই গল্পটি লেখা সম্পন্ন হলাে ১০ বছর পরে। কোন পরিস্থিতি লিখিয়ে নিল একটি গল্প। পত্রিকা বা প্রকাশক নয়, লেখকের ভেতরের তাগাদা। সেই তাগাদাই তাকে লেখার টেবিল থেকে দূরে রাখে মাসের পর মাস, আবার সেই তাগাদাই তাকে বাধ্য করে সব কাজ ফেলে রেখে দিন, ১০দিন, ৪০দিন ধরে গল্পটি লিখে ফেলতে।