“রাক্ষুসে দোলনা” বইয়ের পেছনের কভারে লেখা:বেতের তৈরি একটি দোলনা। খুব শখ করে কিনে আনা হয় দোলনাটি। ঝােলানাে হয় বারান্দায়। এবার বাসায় একের পর এক ঘটতে থাকে ভুতুড়ে ঘটনা। গভীররাতে দোলনার বসে দোল খায় কেউ। সাদা কাপড় পরিহিত আর মুখজুড়ে রক্তের দাগ। কে এই সাদা পােশাকধারী? দোলনার সঙ্গে কী তার সম্পর্ক? কবিরাজের নির্দেশে বাসা ছেড়ে দিতে হয় সবাইকে। একদিন এই ফাকা বাসায় ঢুকে পড়ে কাজের বুয়া। কিন্তু বাসা কি সত্যি ফাঁকা? ফাঁকা হলে বুয়াকে বারান্দায় ডাকে কে? শেষ পর্যন্ত কী হয় বুয়ার? দোলনাটির পেছনের ইতিহাসই বা কী?