“গণতন্ত্রের অভিমুখে” বইটির প্রথম ফ্ল্যাপ-এর লেখাঃ
গণতন্ত্রের কথা সবাই বলেন, গণতন্ত্রের দাবিও প্রায় সর্বজনীন। তবে গণতন্ত্রের সংজ্ঞাটা সবসময়ে যে পরিষ্কার থাকে তা নয়। আসলে গণতন্ত্র হচ্ছে তেমন এক ব্যবস্থা যেখানে সদস্যদের ভেতর থাকবে অধিকার ও সুযােগের সাম্য, ক্ষমতার বিকেন্দ্রীকরণ ঘটবে এবং ক্ষমতার নিয়ন্ত্রণটা চলে যাবে যথার্থ জনপ্রতিনিধিদের হাতে। গণতন্ত্রের অভিমুখে এগিয়ে যাওয়াটা সহজ নয়, কিন্তু এগিয়ে যাওয়াটা খুবই জরুরি। বিশেষ করে এই জন্য যে সর্বত্রই এখন অগণতান্ত্রিকতার রাজত্ব। গণতন্ত্রের দিকে যেতে হলে আন্দোলন চাই, এবং আন্দোলনের জন্য সংগঠন দরকার। এসব কথাই এই বইয়ের প্রবন্ধগুলােতে বিভিন্নভাবে এসেছে। গণতন্ত্র যে কেবল ভােট নয়, যদিও গণতন্ত্রের জন্য ভােট দরকার, এই সত্যটাও ভুললে চলবে না।