এ গ্রন্থের লেখক এ্যালান পীজ্ দেহভাষায় বিশ্বের সবচেয়ে প্রসিদ্ধ বিশেষজ্ঞ। তিনি পাঁচটি বেস্টসেলার্স বইয়ের লেখক। ‘কোশ্চেন্স আর দ্য আনসার্স’ গ্রন্থে এ্যালান পীজ্ প্রথমবার মার্কেটিং ও নেটওয়ার্ক মার্কেটিং সম্বন্ধে উল্লেখযোগ্য টেকনিক সবাইকে বুঝিয়েছেন। এর সরল টেকনিক ও ব্যবহার করার উপায় দ্বারা যারা কর্মক্ষেত্রে নিপুণ ও সুপরিকল্পিতভাবে এই পদ্বতি ব্যবহার করবেন, তারা খুব সহজেই শিখতে পারবেন কীভাবে নেটওয়ার্ক ব্যবসায় অনেক উপরে উঠা যায়, যেটা কখনো আপনি স্বপ্নেও কল্পনা করতে পারেননি। এ পুস্তকে দেওয়া আছে কীভাবে কম পরিশ্রম করেও বেশি অর্থ উপার্যন করা যায়?