স্বর্ণের তৈরি একটি বুলেট। বুলেটটি ঢাকায় আনা হয় মাছের পেটে ভরে। কিন্তু মাছের পেটে কেন? কার ভয়ে? আর যার জন্য আনা হয়, সে কেন পায় না বুলেটটি? হঠাৎ আতঙ্ক ছড়িয়ে পড়ে বুলেটটিকে ঘিরে। বিস্ফোরণের আতঙ্ক। কিন্তু স্বর্ণের তৈরি বুলেট বিস্ফোরণ ঘটাবে কেন? তাহলে কি এর ভেতরে কেউ রাসায়নিক দ্রব্য পুরে দিয়েছে? কে দিয়েছে? কেন দিয়েছে? বিস্ফোরণ ঠেকাতে ছুটে আসে কিশাের রিমন। কিন্তু সত্যিই কি তার উদ্দেশ্য বিস্ফোরণ ঠেকানাে? নাকি অন্যকোনাে উদ্দেশ্য আছে? কী উদ্দেশ্য থাকতে পারে? ফাঁস হতে সময় লাগে না রিমনের আসল উদ্দেশ্য। শুরু হয় তােলপাড়। অতঃপর শুধু লাশ আর লাশ। কার লাশ? কাদের লাশ? আর রিমন? কেন চোখের পানি ঝরে তার? কেন ঘটে হাতবােমা ছােড়ার ঘটনা?