“কবিতা সংকলন” বইয়ের ফ্ল্যাপের লেখা:
লেখার রাজ্যের জন্মলগ্ন থেকে লালিত স্বপ্ন ছিল খ্যাত ও অখ্যাত সকল কবিদের রসােত্তীর্ণ কবিতাগুলাে নিয়ে সংকলিত কাব্যগ্রন্থ প্রকাশ করা। কাব্যগ্রন্থটিতে একাধারে স্বনামধন্য কবিদের কবিতা প্রকাশ করতে পেরে লেখার রাজ্য যেমন গর্বিত অপরদিকে অখ্যাত ও নব্য কবিদের কাব্য প্রতিভাকে প্রকাশের সুযােগ দিয়ে পাদপ্রদীপের আলােয় নিয়ে আসতে পেরে আনন্দিত। এক কথায় বলা যায় লেখার রাজ্যের কবিতা সংকলন’ খ্যাত ও অখ্যাত কবিদের সমন্বয় মঞ্চ। স্বপ্নের কাব্যগ্রন্থটি যদি কাব্যরসিকদের হৃদয় জয় করতে পারে তাই হবে লেখার রাজ্যের পরম প্রাপ্তি।