কবি ও গল্পকার আখতার বানু জলি প্রতিভাবান এক লেখক সত্তা ৷ যিনি দীর্ঘকাল লেখালেখি থেকে দূরে থাকার পরেও স্বমহিমায় জ্বলে উঠেছেন । তিনি অত্যান্ত বাস্তববাদী, আবার সংবেদনশীলও । তাঁর কবিতাগুলোতে কল্পনার চাইতে বাস্তবতা সংবেদনশীলতার পরিচয় পাওয়া যায় । তিনি দেশ প্রেমিক আবার রোমান্টিকও তাঁর ‘তুচ্ছ চাওয়া’ কবিতায় ‘গরম ভাত খেতে চাওয়া ও স্কুলে যেতে যাওয়া’ যেমন বাস্তবতা, তেমনি নস্টালজিক কবিতাটায় আমরা রোমান্টিসিজম খুঁজে পাই। আখতার বানু জলি জীবনের প্রতিটি অধ্যায়ই দেখেছেন তাঁর কবি মন দিয়ে। আর সে অধ্যায়ের বিভিন্ন দিক নিয়েই তিনি লিখেছেন কবিতাগুলো । বলা যায় ছবি নয় তিনি জীবনের ক্যানভাসে জীবনের ছবি এঁকেছেন। তার কবিতাগুলো আমার ভালো লেগেছে। এটা তাঁর প্রথম প্রকাশিত কবিতা গ্রন্থ । কামনা করি তাঁর প্রথম কবিতা গ্রন্থটি পাঠক প্রিয়তা লাভ করুক ।