প্রার্থণা বিশ্বাস রিয়া
চিরাচরিত
মুহূর্তরা অভিমানী,
দিগন্তের সীমানা আঁকা আজও বাকী,
কাগজের ম্যাপে ভেলা ভাসিয়েছে রং পেন্সিল,
মাটির উপরে কাঁটাতার বিছানো চলছে প্রতিনিয়ত,
ভালোবাসা শূন্যতায় ভোগে দ্বিধা কেটেছে আঁচড়,
ধর্মশালা মিশে যায় ধর্মগ্রন্থ আর সংবিধানে,
ইতিহাস ফেলে ।
দুই পাশে অনেক চোরাবালি নিরালায় ঘর বাঁধে,
প্রতিদিন সহবাস করে মানুষের আলিঙ্গনে,
সাড়া দেয় আচমকা ছুঁটে আসা ঢেউ,
সমাজ উদ্বিগ্ন হয় আলিঙ্গনে পাহারা বসায়,
ছন্নছাড়া পেন্সিল আঁচড় কাটে বিতর্কিত অঞ্চলে,
ঘাস মাটি পেরিয়ে ঝাঁপ দেয় অথৈ জলে,
মুক্তি খোঁজে জলমগ্নতায় ।