ভাটপাড়া নীলকুঠি ‍ও উনিশ শতকের বাংলাদেশ

৳ 250.00

লেখক
প্রকাশক
আইএসবিএন
(ISBN)
9789845043274
ভাষা বাংলা
সংস্কার 1st Published, 2019
দেশ বাংলাদেশ

উনিশ শতকের ষাটের দশক। নীলকর কুঠিয়ালদের অত্যাচার আর নিপীড়নে বাংলার কৃষক সমাজ বিদ্রোহ ঘোষণা করে। বিদ্রোহের আগুন ছড়িয়ে পড়ে চারদিক। পুড়ে ছাই হয় সাহেবদের নীলকুঠি ও কাছারিবাড়ি । মেহেরপুরে নীলবিদ্রোহে নেতৃত্ব দেন জমিদার মথুরানাথ। হিন্দু-মুসলমান প্রজাদের নিয়ে গড়ে তোলেন বিশাল লাঠিয়াল বাহিনী। আমলা সদরপুরের জমিদার প্যারী সুন্দরী নীলকর কেনির বিরুদ্ধে গ্রামে গ্রামে জ্বালিয়ে দেন প্রতিরোধেন আগুন। সেই প্রতিরোধ-সংগ্রামের অগ্নি-উত্তাপের আঁচ মেহেরপুরের ভাটপাড়া ও আমঝুপি নীলকুঠির গায়ে লেগেছিল কি? ১৮৬০ সাল পর্যন্ত কেমন ছিল মেহেরপুরের গ্রাম-জনপদ? কেমন ছিল তখনকার বাংলাদেশটা? নবাবি আমল থেকে নদীয়া জেলার শিকারপুর, সাহারবাটী-ভাটপাড়া, আমঝুপি, পিরোজপুর, কাজীপুর, জামসেদপুর, বেতবাড়িয়া, বামন্দী, ভবরপাড়া, বল্লভপুর প্রভৃতি গ্রাম ছিল সচ্ছল ও স্বনির্ভর। কিন্তু নীলকররা আসার পর গ্রামগুলো থেকে সুখ-স্বস্তি উধাও হয়ে যায়। নীল বুনে বুনে সর্বস্বান্ত হয় মেহেরপুর এলাকার চাষিরা। অবাধ্য চাষিদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়। তারপরও ভাটপাড়া, আমঝুপি, কাথুলি নীলকুঠি সংলগ্ন এলাকার চাষিরা বিদ্রোহের পথে পা বাড়ায়নি। বল্লভপুর, রতনপুর ও ভবরপাড়া নীলকুঠি এলাকার খ্রিস্টান চাষিরা যখন কুঠি-কাছারিবাড়ি ভেঙে মাটির সাথে মিশিয়ে দেয়, তখনো নাকি ভাটপাড়া, কাথুলি ও আমঝুপিতে চলেছে নীলের রমরমা কারবার। ভাটপাড়া নীলকুঠি এলাকায় দু-একটি বিক্ষিপ্ত লড়াই ছাড়া তেমন কোনো সংগঠিত প্রতিরোধ গড়ে ওঠেনি। কেন ওঠেনি? এর কারণ-ই বা কী হতে পারে? এসব প্রশ্নের জবাব মেলাতে গিয়ে ভিন্নমাত্রিক সুরে রচিত হয় ‘ভাটপাড়া নীলকুঠি ও উনিশ শতকের বাংলাদেশ’।

আবদুল্লাহ আল আমিন জন্ম মেহেরপুর জেলার গাংনী থানার সাহারবাটী গ্রামে, ১ জানুয়ারি ১৯৭৩। আকবর হায়দার ও জাহানারা বেগম তার পিতা-মাতা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগ থেকে তিনি স্নাতক-সম্মান ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। সিভিল সার্ভিস পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়ে অধ্যাপনায় যুক্ত হন। বর্তমানে মেহেরপুর সরকারি কলেজের রাজনীতি বিজ্ঞান বিভাগে সহযােগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি মূলত প্রাবন্ধিক ও অনুসন্ধিৎসু গবেষক। সমাজ-সংস্কৃতিমনস্ক ও ঐতিহ্যসন্ধানী। তাঁর চর্চা ও অনুসন্ধিৎসার বিষয় সাহিত্য-ব্যক্তিত্ব, আঞ্চলিক ইতিহাস, লােকধর্ম ও লােকজ সংস্কৃতি। গবেষক হিসেবে কাজ করেছেন বাংলা একাডেমি ও এশিয়াটিক সােসাইটিতে। উল্লেখযােগ্য গ্রন্থ : আজাদ শাহের পদাবলী (২০০৯), ব্রাত্যজনের রবীন্দ্রনাথ ও অন্যান্য প্রসঙ্গ (২০১২), বাংলাদেশের লােকজ সংস্কৃতি : মেহেরপুর (২০১৩)।


বই সম্পর্কে কোন জিজ্ঞাসা বা মতামত থাকলে আমাদেরকে জানান
শেয়ার করুন

লেখকের অন্য বইসমূহ