“বঙ্গবন্ধুর জীবন” বইটির প্রথম ফ্ল্যাপ-এর লেখাঃ
বাংলাদেশের ৫০ বছর গ্রন্থমালা-১
জাতির পিতা বঙ্গবন্ধু, অথচ তার জীবন কর্ম নিয়ে গবেষণা হয়েছে সবচেয়ে কম। একই কথা বারবার লিখেছেন অনেকজন। বঙ্গবন্ধু অধ্যাপক মুনতাসীর মামুন সে দিকে না গিয়ে নতুন পথ বেছে নিয়েছেন। বঙ্গবন্ধুর আত্মজীবনী, গােয়েন্দা দফতরের নথিপত্র ও অন্যান্য তথ্যের সাহায্যে বঙ্গবন্ধুর জীবনী পুনর্গঠন করতে চেয়েছেন। বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে পূর্ণাঙ্গ গ্রন্থ কেউ লিখতে চাইলে বর্তমান গ্রন্থটি সংক্ষিপ্ত রূপরেখা হিসেবে কাজ করবে।
মূল প্রবন্ধ ছাড়াও মুনতাসীর মামুন আলােচনা করেছেন বঙ্গবন্ধুর লেখা কারাজীবনের রােজনামাচা, ৭ মার্চ ও বিশ্ব ঐতিহ্য এবং মহাত্মা গান্ধী ও বঙ্গবন্ধুর অসহযােগ আন্দোলন নিয়ে যা তার পূর্ণাঙ্গ জীবনীর উপাদানও বটে। ২০২০ সালে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী পালিত হবে। সে বছরটিকে সামনে রেখে অনন্যা প্রকাশ করলাে ‘বঙ্গবন্ধুর জীবন : ছাত্র রাজনীতি থেকে জাতীয় রাজনীতি।’ এ শ্রদ্ধার্ঘ্য নিবেদনে এ ধরনের গ্রন্থ রচনায় বাংলাদেশে মুনতাসীর মামুন ছাড়া আর কে আছেন?