“অটোমান সাম্রাজ্যের পতন” বইটির সম্পর্কে কিছু কথা:
অটোমান ইতিহাস মানে অটোমান সুলতানদের কর্মময় জীবন। ১২৯৯ সালে এ শাহী বংশের রাজত্ব শুরু হয় এবং প্রায় ৬ শো বছর স্থায়ী হয়। মােট ৩৬ জন সুলতান রাজত্ব করেছেন। ২০১৮ সালে প্রকাশিত ‘অটোমান সাম্রাজ্যের উত্থান’ শিরােনামে বইয়ে ১৮ জন সুলতানের কার্যকাল নিয়ে আলােচনা করা হয়েছে। ‘অটোমান সাম্রাজ্যের পতন’ শিরােনামে এই বইটিতে অবশিষ্ট ১৮ জন সুলতান এবং একজন অটোমান খলিফার কার্যকাল ও তাদের আমলে সংঘটিত ঘটনাগুলাে স্থান পেয়েছে। ক্রম অনুযায়ী উনিশতম সুলতান চতুর্থ মেহমেদ থেকে বইটি শুরু হয়েছে এবং শেষ হয়েছে দ্বিতীয় আবদুল মজিদে। ১৬৮৮ সালে সুলতান চতুর্থ মেহমেদের রাজত্বকাল শুরু হয়। এভাবে একে একে পরবর্তী সুলতানদের কার্যকাল নিয়ে আলোচনা করা হয়েছে। ছত্রিশতম সুলতান ষষ্ঠ মেহমেদ হলেন সর্বশেষ। তার আমলে আনুষ্ঠানিকভাবে অটোমান সালতানাত শেষ হয়ে যায়। সুলতান ষষ্ঠ মেহমেদ দোলমাবাহাচ প্রাসাদের পেছনের দরজা দিয়ে চিরদিনের জন্য স্বদেশ ত্যাগ করেন এবং ১৯২২ সালের ১৭ নভেম্বর ব্রিটিশ যুদ্ধজাহাজ মালায়ায় আশ্রয় নেন। ষষ্ঠ মেহমেদ শেষ অটোমান সুলতান হলেও সাংবিধানিক শূন্যতা পূরণে আবদুল মজিদকে শেষ খলিফা হিসেবে নিয়োগ দেয়া হয়। তুর্কি প্রজাতন্ত্র প্রতিষ্ঠার ৬ মাস পর ১৯২৪ সালের ৩ মার্চ অটোমান খেলাফত বিলুপ্ত এবং অটোমান শাহী বংশকে ক্ষমতাচ্যুত এবং আবদুল মজিদকে তুরস্ক থেকে বহিষ্কার করা হয়। এখানে এসে পৃথিবীর অতি প্রাচীন একটি শাহী বংশের শাসনে যবনিকাপাত ঘটে।