‘মন পাহাড়’ উপন্যাস দুই বন্ধুর স্বপ্ন, প্রেম, প্রতিশ্রুতি, ভালােবাসার মানুষের কাছে নিজেকে প্রতিষ্ঠা করার এক অদ্ভুত মিশেলে তৈরি কোলাজ যা পাঠককে দারুণ অনুপ্রাণিত করবে।
লেখক তার ইতিবাচক ভাবনা নিয়ে জীবনের নতুন নতুন ধারণা ও উপলব্ধি বােধ থেকে এক মায়াতাড়িত স্বপ্নময় জীবনের সন্ধান পেয়ে যান। ভালােবাসা, প্রেম, স্বপ্নপূরণে চরিত্রগুলাে একদিকে যেমন হয়ে উঠেছে অসাধারণ তেমনি অপ্রাপ্তি, অসম্মান, দুঃখবােধ পাঠককে নিয়ে যেতে পারে অন্য আর এক জগতে। তাইতাে মধ্যবিত্ত বাচ্চুর প্রেমও সমান গুরুত্বপূর্ণ হয়ে ওঠে উচ্চবিত্ত কোয়েলের কাছে। আবার কেন্দ্রীয় চরিত্র আনিস তার বুদ্ধিদীপ্ত ভালােবাসা এবং যুক্তিপূর্ণ আবেগ দিয়ে জয় করে নেয় প্রেমিকা এশার মন। অথচ বাস্তবতার এক নির্মোহ বিচারে আনিসকে ফিরে যেতে হয় অন্য কোথাও। অন্য কোনাে মুন পাহাড়ে। বাচ্চুও কি আসলে পায় কোয়েলকে? একটা নিরবিচ্ছিন্ন অন্ধকারের টানেলের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে উপন্যাসটি মূলত হয়ে ওঠে যুক্তিপূর্ণ, মানবিক ভালােবাসায় ভরপুর নিরীহ এক উপাখ্যান। সামাজিক বাস্তবতার টুকরাে টুকরাে ঘটনা যেন দারুণ উপজীব্য হয়ে উঠে এসেছে এই উপন্যাসে।
মূলত রােমান্টিকতা নির্ভর ‘মনপাহাড়’ উপন্যাসে পাঠক ভিন্ন এক স্বাদ গ্রহণ করতে পারবেন- যা আপনার সামনে। আসলে নিজ সমাজের চিত্রটাকেই তুলে ধরবে।