“কবি না কবিতা হবো” বইটির ‘আলাপ’ অংশ থেকে নেয়াঃ
নিজেকে কখন, কোথায়, কীভাবে, কতটুকু ভাঙতে হয়—তারই বিশদ বর্ণনা দিয়েছেন সাহিত্যিক আলেম মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন। শুধু সাহিত্য নয়, জীবন ও সময়ের সঙ্গে তাল মেলাতে গিয়ে নিজেকে কতটুকু ভাঙার অধিকার ইসলাম আমাকে দিয়েছে, তার মানচিত্রও এঁকে দিয়েছেন তিনি। সহজ সাবলীল ভাষায়, তরুণদের সঙ্গে গল্পচ্ছলে বলে গেছেন অনেক কথা। ‘কবি না কবিতা হবাে’ বইটি সেই আলাপচারিতার লেখ্য রূপ। গল্পটি আপনার চলার পথে আলাে ফেলবে। চোখ নয়, মনটাও আলােকিত হয়ে উঠবে। পড়তে পারেন নিঃসংকোচে।