” দ্য বাস্টার্ড অফ ইস্তানবুল”। ইতিহাসের ঐতিহ্যময় সময়গুলোর সাথে অনেক নিষ্ঠুর স্মৃতীও জড়িয়ে আছে গোটা বিশ্ব জুড়ে। জাতির এক শ্রেণীর ভুলের জন্যে পুরো জাতিকে প্রাশ্চিত্য করতে হয় আজীবন। ১৯১৫ সালে তূর্কী তে ঘটা আর্মেনীয়দের উপর যে নিরমম গনহত্যা হয়েছিল তার সত্যতা নিয়ে এখনো অনেক দ্বিধা। এমনি একটি পরিবারের একমাত্র মেয়েকে নিয়ে এই গল্পের শুরু। অদ্ভুত পরিবার যেখানে কোন পুরুষ বেশি দিন জিবীত থাকেনা, চল্লিশএ পা দিলেই মৃত্যু নানা বেশে ধেয়ে আসে। কারো কারো আরো কম বয়সে। তুর্কীর ইস্তানবুলের কাযাঞ্চি পরিবারের এই গল্পে আছে নারী সমাজের এক বিচিত্র গাথা তাদের জীবন ধরন আছে এই শহরের প্রকৃতি, নিতী, সাহিত্য, শিল্পের ছোয়া। গল্পে আদি ভৌতিক ব্যাপার থেকে শুরু করে বাস্তবতার নির্মমতা, হাসি, কান্নার এক মিশ্রীত অনুভূতি।