“উত্তর আধুনিকতা” বইটির প্রথম ফ্ল্যাপ-এর লেখাঃ
‘উত্তর-আধুনিকতা’ সমাজবিদ্যা, মানববিদ্যা ও শিল্পচর্চায় পরিচিত একটি ধারণা। একে বিপ্লবী চিন্তা মনে করে আত্মলগ্ন করা এবং একই সঙ্গে বর্জন করা চিন্তক ও শিল্পীর সংখ্যা কম নয়। তবু বিশ শতক ও এর পরবর্তী কালের দর্শন ও সংস্কৃতি অনুধাবনের জন্য। উত্তর-আধুনিকতা পাঠ করা জরুরি। বিশেষ করে আধুনিকতার সীমাবদ্ধতা জানা ও বােঝা দরকার-চিন্তার স্বাধীনতার প্রয়ােজনে কেবল নয়, রাজনৈতিক মুক্তির জন্যও। একথা ঠিক, বাংলাদেশে উত্তর-আধুনিকতা বিদ্যায়তনিক পরিসর থেকে মুক্তি পায়নি। বলা যায়, বাংলাদেশে এমনকি পশ্চিমবঙ্গে, উত্তর-আধুনিকতা নিয়ে দ্বিমত, বহুমত ও অস্পষ্টতা রয়েছে। এই গ্রন্থে সহজ করে উত্তর-আধুনিকতাকে উপস্থাপনের চেষ্টা করা হয়েছে। অধিকন্তু সমালােচনা, সাহিত্য ও চিত্রকলায় উত্তর-আধুনিকতাসহ কয়েকটি প্রাসঙ্গিক প্রাগ্রসর বিষয় অন্বিত করা হয়েছে।