“আরকান রাজসভায় বাঙ্গালা সাহিত্য (১৬০০-১৭০০ খ্রিস্টাব্দ)” বইটির ফ্ল্যাপ এর লেখাঃ
আরকান-রাজসভায় বাঙ্গালা সাহিত্য। সাহিত্যের ইতিহাস হিসেবেও আদর্শস্থানীয়। বাংলা ভাষা ও সাহিত্যের ইতিহাসের একটি অন্ধকারাচ্ছন্ন। অধ্যায়কে আশ্চর্যরূপে তুলে ধরা হয়েছে। গ্রন্থে আছে। মােট সাতটি অধ্যায়। সূচনা পর্বে আছে রােসাঙ্গ রাজসভার পরিচয়, পরবর্তী অধ্যায়ে আলােচিত হয়েছে রােসাঙ্গ চট্টগ্রাম সম্পর্ক নিয়ে। পঞ্চম অধ্যায়ে বাংলা সাহিত্যে ধারার উদ্ভব; আন্তঃভারতীয় সাহিত্য। উপকরণের সংশ্লেষণ এবং বাংলা সাহিত্যে মুসলমানদের অবদান নিয়ে ব্যাখ্যা করা হয়েছে। ষষ্ঠ। অধ্যায়ে সপ্তদশ শতক ও পরবর্তীকালে বঙ্গের পূর্বাঞ্চলীয় কবিদের ওপর রােসাঙ্গ রাজসভার। কবিদের প্রভাব বর্ণনা করা হয়েছে। সপ্তম অধ্যায়ের। বিষয়, আলােচ্য সাহিত্যের সমাজতত্ত্ব বিশ্লেষণ-এটি সাহিত্যের ইতিহাসের উপরি পাওনা।