‘আত্মশুদ্ধির দশ নীতি’ বইয়ের কিছু কথাঃ মানুষের জীবনে দুটো মহা সত্য আছে, যা কেউ অস্বীকার করতে পারে না—জন্ম ও মৃত্যু। মৃত্যুর পর মানুষকে দাঁড়াতে হবে তার রবের সামনে। সেদিন দুনিয়াবি কোনো অর্জন তার কাজে আসবে না। সেদিন কেবল ওই ব্যক্তিই উপকৃত হবে, যে বিশুদ্ধ অন্তর নিয়ে উপস্থিত হবে। তাই আত্মশুদ্ধি মানবজীবনের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ কর্ম। বর্তমান সময়ে দীর্ঘ গ্রন্থ পাঠে মানুষ হাঁপিয়ে যায়। তাই সহজ ভাষায় অল্প কথায় আত্মশুদ্ধির মূল বিষয়গুলো জানতে প্রয়োজন একটি মানসম্মত কিতাব।
সেই প্রয়োজন পূরণেই আত্মশুদ্ধির দশনীতি। এতে এমন দশটি নীতি রয়েছে যেগুলো আত্মস্থ ও আয়ত্ত করতে পারলে আত্মশুদ্ধির পথে বহুদূর এগিয়ে যাওয়া সম্ভব। তবে মনে রাখতে হবে, এ পথের শুরু আছে, শেষ নেই; আর পথও বড় দীর্ঘ…।