আহমদ ফারাযের জন্ম ১২ জানুয়ারী ১৯৩১ সালে অবিভক্ত ভারতবর্ষের কোহাটে।ফয়েজ আহমেদ ফয়েজের পর উর্দুর প্রধানতম কবি।তাঁর কবিতায় উর্দু কবিতার ঐতিহ্যের বিষন্নতা,প্রেম,আর জগতের সঙ্গে মানুষের সম্পর্ক বিচারের সঙ্গে নিজের যুগকে সরাসরি মোকাবিলার বৈশিষ্ট্য প্রত্যক্ষ।সমাজ,রাষ্ট্র ও ব্যবস্থার নিপীড়ন আর ব্যক্তিপ্রেমের সংযোগ তাঁর কবিতায় আলদা বিষয় নয়।প্রেম আর জগতের মানবিক রূপান্তর ফারাযের ভাবনায় এক সূত্রে বাঁধা। উর্দু আর ফারসিতে মাস্টারস করে পেশওয়ার বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন।কলেজে পড়ার সময় ফয়েজ ও সরদার জাফরির সঙ্গে পরিচয়।সেই সূত্রে জীবনব্যাপি মাক্সীয় রাজনীতির সঙ্গে সংশ্লিষ্টতা শুরু।জেনারেল জিয়াউর হকের শাসনের বিরুদ্ধে লিখে জেল খেটেছেন।এরপর থাকতে বাধ্য হয়েছেন নির্বাসনে।জেনারেল মুশাররফ সরকারের সেনা শাসনের প্রতিবাদে ২০০৬ সালে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান হিলালে ইমতিয়ায ত্যাগ করেন।তাঁর কবিতা চিনা,ডাচ,ইংরেজি,ফরাসি ,জার্মান,হিন্দি,মাকিদনিয়,রুশ,সুইডিশ,ভাষায় অনুদিত হয়েছে। ২০০৮ এর ২৫ আগস্ট গত হন।