‘বিন্দুর মধ্যে সিন্ধুর গভীরতা’-ছোটগল্প সম্পর্কে একজন প্রথিতযশা লেখকের ভাষ্য।এই কথাটি কিন্তু অনুগল্প সম্পর্কে আরও বেশি সত্য।এমনই প্রায় দেড় শত অনুগল্প এই সংকলনে ঠাঁই পেয়েছে।কথাসাহিত্যের এই ক্ষুদ্রতম ক্যানভাসে মূর্ত হয়ে উঠেছে অন্ধকার রাতের আকাশ চিরে নেমে আসা এক ঝলক বিদ্যুৎ:অথবা শামুকে লুকিয়ে থাকা অতি ক্ষুদ্র ঝিনুক;কিংবা খাপ থেকে ছিটকে আসা এক ধারালো তরবারি-চোখে এসে লাগে যার তেজ;‘উপমান স্ফুলিঙ্গ যার পাখায় ক্ষণকালের ছন্দ:উড়ে গিয়ে ফুরিয়ে যাবার মতো যার আনন্দ। বইটির চারটি অংশ ।প্রথম অংশে মধ্যযুগ,হাজার বছর কিংবা তারও আগের কয়েকটি অনুগল্প,যেগুলো অবয়বে অনুগল্প হলেও প্রকৃত অর্থে তা নয়।দ্বিতীয় অংশে বিশ্বসাহিত্যের কয়েকটি অনুগল্প।তৃতীয় অংশে ঠাঁই পেয়েছে বাংলা সাহিত্যের প্রথিতযশাদের অনুগল্প ।আর চতুর্থ অংশে রয়েছে সমকালীন লেখকদের অনুগল্প।