“কিডনি ও চোখ সুরক্ষায় ভেষজ” বইটির ভূমিকা থেকে নেয়াঃ
মানবদেহে অনেক অঙ্গপ্রত্যঙ্গ নিয়ে গঠিত। কিডনি ও চোখ অঙ্গপ্রত্যঙ্গগুলাের মধ্যে খুব গুরুত্বপূর্ণ। এ দুটি অঙ্গই বেঁচে থাকার জন্য খুব প্রয়ােজন। কারণ দুটি কিডনি অচল হলে মানুষ বেশি দিন বাঁচে না। আবার দুটি চোখে কোন সমস্যা হলে, ছানি পড়লে, রাতকানা রােগ হলে, অন্ধ হলে মানুষের জীবন অচল হয়ে পড়ে। কাজেই কিডনি ও চোখের রােগ, রােগের কারণ, রােগ হলে করণীয় বিষয়ে সকলেরই জানা প্রয়ােজন। কিডনি ও চোখ সম্পর্কে ধারণা দেওয়ার জন্যই কিডনি ও চোখ সুরক্ষায় ভেষজ বইটি লেখার অনুপ্রেরণা লাভ করি।
মানবদেহে দুটি কিডনি আছে। দুটো কিডনি প্রতি মিনিটে ১.৩ লিটার পানি ছাঁকে ও বর্জ্য আকারে প্রস্রাবের সাথে বের করে দেয়। ডায়াবেটিস হলেও কিডনির অনেক সমস্যা হয়। এ জন্য ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হবে। ধীরগতির কিডনি বিকল রােগ হল এক প্রকার নিরব ঘাতক। এ দেশের বেশির ভাগ রােগী অর্থের অভাবে কিডনির প্রয়ােজনীয় চিকিৎসা নিতে পারে। এ জন্য কিডনি রােগসহ মানবদেহের বিভিন্ন সমস্যা সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি ছােট বয়স হতেই সুষম খাবার খাওয়া একান্ত প্রয়ােজন।
মানবদেহের স্পর্শকাতর অঙ্গ চোখ। এর মাধ্যমে মানুষ সকল বস্তু দেখে থাকে। চোখের যে কোন সমস্যাই দুর্গতি ও দুর্ভোগের কারণ। এ জন্য সুস্থ চোখ খুব বেশি প্রয়ােজন। এ কারণে মানবদেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ চোখের পরিচর্যা ও যত্ন নেওয়া দরকার। এ জন্য চোখের প্রতি খুব সচেতন হওয়া প্রয়ােজন।
আশা করি এ বইটি পড়ে সব শ্রেণির পাঠক কিডনি ও চোখের রােগ সম্পর্কে সঠিক ধারণা লাভ করতে পারবে।