পেন্টা ফিকশন শরীফ উদ্দিন সবুজের পাঁচটি। সায়েন্স ফিকশনের সমাহার। ২০১০ সালে তার প্রথম সায়েন্স ফিকশন লীন হয়ে যায় প্রিয় নগর বের হয়। এরপর একে একে বের হওয়া প্রতিটি সায়েন্স ফিকশন-ই পাঠক সমাদৃত হয়েছে। তার সবগুলাে সায়েন্স ফিকশন এক মলাটে আনার। একটি দাবি ছিল। সে দাবি মেটাতে আমাদের এ প্রচেষ্টা।