“পুষ্প বৃক্ষ এবং বিহঙ্গ পুরাণ” বইটির ফ্ল্যাপ এর লেখাঃ
পুষ্প বৃক্ষ এবং বিহঙ্গ পুরাণ গ্রন্থটিকে উপন্যাস হিসেবেই গ্রহণ করা হয়েছে। এখানে উপন্যাসের মতাে একটি কাহিনি রয়েছে, যার কেন্দ্রে রয়েছেন। স্বয়ং ঔপন্যাসিক আহমদ ছফা। রাজনৈতিক জীবন বা ব্যক্তি জীবনে আহমদ ছফা সমাজ প্রচলিত সফলতার মুখ কখনাে দেখেছেন তেমনটি আমাদের মনে হয়নি। কিন্তু এই উপন্যাসেই আমরা দেখি, সফলতা ও ব্যর্থতার যে দার্শনিক দিক আহমদ ছফা একান্ত ব্যক্তিগতভাবে বিশ্বাস করতেন এবং লালনপালনও করতেন- তাকেই যেন প্রতীকী উপস্থাপনে তুলে ধরতে চেয়েছেন। তিনি নিজের উপন্যাসগুলাের ভিতর দিয়ে যে অখণ্ড দার্শনিক তত্ত্বকে আনতে চেয়েছেন সেই দর্শনের চূড়ান্ত প্রকাশ যেন পুষ্প বৃক্ষ এবং বিহঙ্গ পুরাণ উপন্যাসে দেখিয়েছেন তাতে তিনি স্পষ্ট করেছেন যে, মানব সমাজের প্রতিনিধি হয়ে, বাংলাদেশের একজন সদস্য হিসেবে বাংলাদেশকেই তাঁর চিন্তা করতে হবে, মানুষ হিসেবেই তাকে নিজের কর্ম পরিকল্পনা নির্ধারণ করতে হবে এবং সতত মাথায় রাখতে হবে বাংলাদেশকে।