এক মুহূর্ত না যেতেই আবারাে চমকালাে পায়েল। কোথা থেকে হুড়মুড়িয়ে তীব্র পানির স্রোত ধেয়ে আসছে। ও মা! সে ভিজে যাবে নাকি এই এত ঠাণ্ডায়!
পায়েলের কি পরিচয়, কে ও? এমনকি সে কোন রূপে আছে এখন, তাও বুঝতে পারছে না ও। সে কি মানুষ নাকি অশরীরী কিছু, নাকি অন্য গ্রহের কেউ। উফ, মাথাটা আবার ধরেছে। সে আনমনে মাথায় হাত ছোঁয়াতে যাচ্ছিল। কিন্তু এ কি! নিজের মাথার নাগাল পাচ্ছে না কেন ও?