“দ্য পাথ টু পার্সোনাল পাওয়ার” বইটির সম্পর্কে কিছু কথা:
নেপােলিয়ন হিল দ্য পাথ টু পার্সোনাল পাওয়ার রচনা করেন ১৯৪১ সালে। এটি হ্যান্ডবুক আকারে বের করার পরিকল্পনা ছিল যাতে মহামন্দার কবলে জর্জরিত আমেরিকানরা এ বইটি পড়ে উদ্বুদ্ধ হতে পারে। কিন্তু পার্ল হারবারের বােমা হামলায় আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধে জড়িয়ে পড়ে এবং বইটি আর প্রকাশিত হয়নি। বইটির কথা হিল নিজেই ভুলে গিয়েছিলেন। এ বইটি বহু বছর পরে নেপােলিয়ন হিল ফাউন্ডেশন সন্ধান পায় এবং প্রকাশ করে। প্রকাশের সঙ্গে সঙ্গে এটি বেস্টসেলারে পরিণত হয়। বেশিরভাগ পাঠক ও সমালােচক বইটির ভূয়সী প্রশংসা করেছেন। এ বইতে একটি শক্তিশালী রােডম্যাপ রয়েছে যা আপনাকে নিয়ে যাবে একটি আবিস্কারের দিকে : আর সেটি হলাে আপনার মনের সুপ্ত ক্ষমতা। আপনার ক্ষমতা আছে ধন সম্পদ, সাফল্য এবং সমৃদ্ধি অর্জন করার। তবে আপনাকে যা করতে হবে চলার পথে অবিচল থাকতে হবে, বাকিগুলাে আপনাকে অনুসরণ করবে। এ বইতে যেসব পরামর্শ বা উপদেশ দেয়া হয়েছে তা যদি আপনি মেনে চলেন তাহলে আপনার নিজের ক্ষমতায় ব্যক্তিগত পথে স্থির থাকতে পারবেন এবং সেই সাফল্য অর্জন করবেন যা অর্জন করা কখনাে সম্ভব ছিল না বলে আপনি ভেবেছিলেন।