“খতমে নবুওয়াত” বইয়ের সংক্ষিপ্ত কথা:
বিশ্বজুড়ে কাদিয়ানিদের বিস্তার নতুন করে বলার কি! সম্প্রতি ওদের অপতৎপরতার চিত্র আরও ভয়ানক। সাধারণ মানুষকে দীনের নামে গোমরাহ করেই চলছে। যে কারণে শুরু থেকেই ওরা দুশমনদের সীমাহীন মদদ ও আশকারা পেয়ে আসছে।
বাতিলের মোকাবেলায় আহলে হক কখনো বসে থাকেনি। ভ্রান্ত-কাদিয়ানিদের প্রতিরোধেও রয়েছে আমাদের আকাবিরগণের নানামুখি অবদান। তেমনি একটি সুন্দর প্রচেষ্টা- খতমে নবুয়ত। শাইখুত তাফসির হযরত মাওলানা ইদরিস কান্ধলভি রহ.-এর অমর রচনা। প্রতারক কাদিয়ানিদের মিথ্যাচারের জওয়াবে একটি অনন্য কিতাব। যার উপস্থাপন বিন্যাসও আনকোরা।
আমাদের উসতাযে মুহতারাম, দারুল উলুম ওয়াকফ দেওবন্দের সাবেক মুহাদ্দিস, হযরত মাওলানা জাফর আহমাদ কাসেমী দা. বা.-এর কথা সবিশেষ মনে পড়ে। হযরত দরসে কাদিয়ানি বেদাতি শিয়া বেরলভিসহ বাতিল ফেরকাগুলো সম্পর্কে সমৃদ্ধ আলোচনা করতেন। বিশেষ করে কাদিয়ানি ফেতনা প্রতিরোধে আল্লামা আনোয়ার শাহ কাশ্মিরি রহ.-এর প্রচেষ্টার কথা যখন আবেগ-মথিত কণ্ঠে শুরু করতেন; তখন স্থির থাকতে পারা কঠিন ধৈর্যের বিষয়ে পরিণত হতো।
খতমে নবুয়ত বিষয়ে হযরত একটি মূল্যবান ভূমিকা লিখে দিয়েছেন। যা অনূদিতগ্রন্থের সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে নিঃসন্দেহে।
কিতাবটি প্রকাশ করছে রুচিশীল প্রকাশনী রাহনুমা। তাদের প্রতি কৃতজ্ঞতা। মহান আল্লাহর দরবারে মিনতি—আমাদের কবুল ও মাকবুল করুন!