“ফিরে এসো ক্ষমার পথে” বইটির ফ্ল্যাপ এর লেখাঃ
সকল প্রশংসা মহামহিম আল্লাহর। দরুদ ও সালাম বর্ষিত হােক আল্লাহর রাসূল স.-এর। প্রতি, তাঁর পরিবার-পরিজন ও সঙ্গী-সাথীদের প্রতি। অন্ধকার পথ থেকে ফিরে আসা কিছু তওবাকারীদের চমকপ্রদ ঘটনাবলী বেশ উৎসাহব্যঞ্জক, মুগ্ধকর। কারণ-তাদের শিক্ষণীয় ঘটনাগুলাে আমাদের সামনে সুখ-দুঃখ, হাসি-কান্না, ভয়-জয় ও উদ্বেগ-উৎকণ্ঠায়। মােড়ানাে সরল জীবনের অনুপম চিত্র তুলে ধরে। পাঠক! বক্ষ্যমাণ বইয়ে আমি তওবাকারীর এমনই কিছু শিক্ষনীয় সত্য ঘটনা লিপিবদ্ধ করেছি; যারা ইতােমধ্যেই তওবা করেছেন অথবা তওবা করে ফিরে আসতে চান, যারা আল্লাহর প্রতি অনুগত হতে চান কিংবা যারা। তওবার দরােজা থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। বইটি সকলের জন্য। করুণাময়ের কাছে প্রার্থনা করি, তিনি যেন সবাইকে এ থেকে পূর্ণ উপকৃত করেন।