অতুলপ্রসাদ সেন বাংলা গানের ইতিহাসে একটি বিশিষ্ট ও উজ্জ্বল নাম। কেবল গীতিকার হিসেবেই নয়- রাজনীতিবিদ, সমাজসংস্কারক, শিক্ষানুরাগী, সাহিত্যসংগঠক, সর্বোপরি একজন সংবেদনশীল মানুষ হিসেবেও তিনি সমধিক পরিচিত। এই গ্রন্থে ডক্টর বিশ্বজিৎ ঘোষ অতুলপ্রসাদের গান-সাহিত্য-সংস্কৃতি-শিক্ষা-রাজনীতিভাবনার নানা প্রান্তে আলোকসম্পাতের চেষ্টা করেছেন। আমাদের জানা মতে, অতুলপ্রসাদ সেন সম্পর্কে বাংলাদেশ থেকে প্রকাশিত এটিই প্রথম গ্রন্থ। এ গ্রন্থ সংগীত সম্পর্কে কৌতূহলী পাঠক ও শিক্ষার্থীদের কাছে নতুন অভিজ্ঞতা সঞ্চার করবে বলে আমাদের বিশ্বাস।