“ট্রেজার আইল্যান্ড” বইয়ের পেছনের কভারে লেখা:জিম হকিন্স নামে এক রােমাঞ্চপ্রিয় কিশাের বাস করে সমুদ্রতীরের এক শহরে। জিমের মা সেখানে একটি সরাইখানা পরিচালনা করে এবং জিম তাকে সাহায্য করে। একদিন সেই সরাইখানায় এসে উপস্থিত হয় এক বদরাগী মেজাজের ঝগড়াটে ক্যাপ্টেন। লােকটি হঠাৎ মারা গেলে তার একটি সিন্দুক থেকে একটি মানচিত্র পাওয়া। যায়। যেখানে আঁকা রয়েছে রত্নদ্বীপে যাওয়ার সমুদ্রপথ। এরপর জিমের আত্মীয় এবং শহরের লােকজন সিদ্ধান্ত নেয় সেই দ্বীপে যাওয়ার। জিমকেও সাথে নেয় তারা। তদের এই যাত্রা রূপান্তরিত হয় এক দুঃসাহসিক অভিযানে। যেখানে তারা মােকাবেলা করে জলদস্যু ও বিশ্বাস ঘাতকদের।