“স্টিভেন হকিং-এর দীপাগার : বিজ্ঞানী জামাল নজরুল ইসলাম” বইটির প্রথম ফ্ল্যাপ-এর লেখাঃ
শিশুপাঠ্য থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেক শ্রেণির বিজ্ঞান বইয়ে স্টিভেন হকিং-কে পৃথিবীর সেরা মেধাবী বিজ্ঞানী হিসেবে বর্ণনা করা হয়েছে। অথচ তার চেয়ে মেধা-মনন, সৃষ্টি আর প্রজ্ঞায় অনেক শ্রেষ্ঠ বাঙালি বিজ্ঞানী জামাল নজরুল ইসলামের নামটি পর্যন্ত রাখা হয়নি। বাঙালিরা ব্যক্তি হিসেবে এতই হীনম্মন্য যে, স্বজনের খ্যাতি প্রচারকে অপমানজনক মনে করে। এ গ্রন্থটিতে জামাল নজরুল ইসলামকে যেভাবে তুলে ধরা হয়েছে তাতে বাঙালিরা কিছুটা হলেও হীনম্মন্যতা থেকে রক্ষা পাবে। গ্রন্থটি পড়ে সবাই উপকৃত হবে এবং জামাল নজরুল ইসলাম সম্পর্কে অনেক অজানা তথ্য জানতে পারবে।
– ড. হায়াৎ মামুদ