বাংলাদেশী ক্রিকেটার রাহুল রায়হান ছিল রাহুল দ্রাবিড়ের ক্লোন। আমেরিকার এক বিজ্ঞানী বাংলাদেশে এসে ক্লোনটি আবিষ্কার করেন। কিন্তু ব্যাপারটি কারাে জানা ছিল না। সবাই জানতাে, রাহুল রায়হান নতুন ক্রিকেটার। সে বাংলাদেশ ক্রিকেট দলে যােগ দেয়ার পর একের পর এক আন্তর্জাতিক ম্যাচ জেতে বাংলাদেশ। এরপর যখন বিশ্বকাপের আসর বসে সেখানে একের পর এক চমক দেখিয়ে চ্যাম্পিয়নের শিরােপা জেতে বাংলাদেশ দল। আর এর পুরাে কৃতিত্বটাই ছিল রাহুলের। শেষ পর্যন্ত যখন জানাজানি, রাহুল রায়হান সত্যিকারের মানুষ নয়, সে রাহুল দ্রাবিড়ের ক্লোন! আর তখন বিস্ময়ে যেন সবার চোখ কপালে ওঠে। এ হলাে ক্লোনমামার কাহিনী। এ রকম চমক আছে অন্য পৃথিবী, বিজ্ঞানী লিরা ও জীবন্ত কঙ্কাল, ক্লোন নাম্বার টেন এবং মিরাকুলাস বইতে।