আমেরিকায় একটি সামরিক প্রশিক্ষণে থাকাকালে ১৯৮৮ সালে আমি ওই দেশের বিভিন্ন রাজ্যে ঘুরে বেড়িয়েছি। আমেরিকায় কাটানো ছয়মাসে অনেক ঘটনার মুখোমুখি হয়েছি, অনেক অভিজ্ঞতা হয়েছে, অনেক জায়গায় গিয়েছি, অনেক রকমের মানুষের সাথে পরিচয় হয়েছে। একসময় ভাবলাম, আনন্দ, বেদনা, আর অচেনা, অদ্ভুত এসব বিষয়গুলি নিয়ে নিঃসন্দেহে একটা ‘ভ্রমণ কাহিনী লেখা যায়।
আমার এই বইটি ঠিক গতানুগতিক ভ্রমণকাহিনীর মতো লেখা হয়নি। ওখানে যেভাবে থেকেছি, যাদের সাথে মিশেছি, যেসব জায়গায় গিয়েছি, সেসবই সাদামাটাভাবে লিখে ফেলেছি।
যেহেতু সেনাবাহিনীর একটা প্রশিক্ষণে অংশ নিতে গিয়েছিলাম, এই গল্পে বিভিন্ন জায়গা বা নানা চরিত্রের মানুষের কথা যেমন এসেছে, স্বাভাবিকভাবেই বাংলাদেশ ও আমেরিকান সেনাবাহিনীর অনেক দিক চলে এসেছে।