প্রাচীন গ্রিসের সুন্দরীশ্রেষ্ঠা, সর্বোপরি সারা পৃথিবীর মাঝে শ্রেষ্ঠ রূপসী নারী হেলেনকে অপহরণ করলেন ট্রয়ের রাজপুত্র প্যারিস। হেলেনকে কেন্দ্র করেই বেজে উঠল যুদ্ধের দামামা। গ্রিকদের হাজারাে যুদ্ধজাহাজের বহর এসে পৌঁছাল ট্রয়ের সন্নিকটে। সমুদ্রতীরে শিবির স্থাপন করল তারা। এরই মাঝে গ্রিক দুই সেনাপ্রধানের মাঝে দেখা দিল দ্বন্দ্ব। দুই বীর আগামেমনন আর একিলিস। একিলিস ক্রোধভরে যুদ্ধ থেকে বিরত রইলেন। ট্রয়বাহিনীর হাতে প্রচণ্ড মার খেতে লাগল গ্রিকবাহিনী। ট্রয়বীর হেকটর গ্রিকদের জাহাজ পর্যন্ত পৌঁছে গেলেন। সহকর্মীর মৃত্যুতে একিলিস নামলেন যুদ্ধে। শত শত ট্রয়সেনা নিহত হল তার হাতে। হেকটরকে হত্যা করে তাঁর মৃতদেহটা লাঞ্ছিত করলেন একিলিস। অলিম্পাস পর্বতের দেবদেবীরা পর্যন্ত যুদ্ধে নেমে স্ব-স্ব পক্ষকে সহায়তা করতে লাগলেন। ভয়াল এই যুদ্ধ স্থায়ী হয় দশ বছর। হেকটরের মৃত্যু এবং তাঁর অন্ত্যেষ্টিক্রিয়ার মধ্য দিয়েই ইলিয়াড মহাকাব্যের সমাপ্তি।