ওদারিং হাইটস আসলে একটি বাড়ির নাম। এই বাড়িটিকে অবলম্বন করেই পুরাে উপন্যাসের কাহিনি গ্রথিত। ইয়র্কশায়ারের পাহাড়ি এলাকার বিশাল জলাভূমির বিস্তীর্ণ প্রান্তরে এই বনেদি বাড়িটি। প্রথমেই দেখা যায়, দক্ষিণ ইংল্যান্ডের একজন ধনী ব্যক্তি তার স্বাস্থ্য পুনরুদ্ধারের জন্য উত্তর অঞ্চলের এই খােলামেলা জায়গায় এসে একটি বাড়ি ভাড়া নিয়েছেন, যে বাড়ির নাম থ্রাশশগ্র্যাঞ্জ। বাড়ির মালিক আবার থাকেন ওদারিং হাইটস নামক একটি বাড়িতে, যেটা গ্র্যাঞ্জ হতে বেশি দূরে নয়। মি. লকউড ওদারিং হাইটস এ গিয়ে বিচিত্র সব মানুষের মুখােমুখি হন, নিজেও কুকুরের তাড়া খান, তুষার ঝড়ের কারণে সেখানে রাত কাটাতে বাধ্য হন। তাকে একটা পরিত্যক্ত ঘরে থাকতে দিলে ঘরের দেয়ালে ক্যাথরিন নামের এক রমণীর আঁকাজোকা দেখতে পান, ঘুমের ঘােরে তিনি সেই রমণীকে দেখেন, প্রেতাত্মারূপে সে ঘরে ঢােকার চেষ্টা করছে। পরে তিনি তাঁর ভাড়া বাড়ির কেয়ারটেকার মিসেস ডিনের কাছে এ দুটো বাড়ির রহস্যময় কাহিনিটা জানতে পারেন। উপন্যাসের পুরাে কাহিনি বর্ণিত হয়েছে মিসেস ডিন নামক থ্রাশশগ্র্যাঞ্জের এই কেয়ারটেকার মহিলার মাধ্যমে।