এ উপন্যাসের কাহিনি আবর্তিত হয়েছে ইংল্যান্ডের দক্ষিণাঞ্চলের এগডন হিথ নামক এক বিশাল বনাঞ্চল ঘেরা গ্রামকে ঘিরে। ডেমন ওয়াইলডিভ, ডিগােরি ভেন, মিসেস ইয়ােব্রাইট, ইউস্টেশিয়া, টোমাসিন, ক্লাইম ইয়ােব্রাইট-এই সব চরিত্রের সাথে। গ্রামের আরাে সাধারণ মানুষের সমন্বয়ে এগিয়ে চলে কাহিনি। মিসেস ইয়ােব্রাইটের ভাতিজি টোমাসিনের সাথে বিয়ে স্থির হয় গ্রামের সরাইখানার মালিক চতুর ওয়াইলডিভের সাথে। কিন্তু আসলে সে ভালােবাসে গ্রামের একমাত্র শিক্ষিতা যুবতী ইউস্টেশিয়াকে। এদিকে রিডলম্যান হিসেবে পরিচিত ডিগােরি ভেন মনে মনে ভালােবাসে টোমাসিনকে। প্যারিস শহর হতে গ্রামে ছুটি কাটাতে আসে রত্ন ব্যবসায়ী ক্লাইম ইয়ােব্রাইট। সে গ্রামে এসে ইউস্টেশিয়ার প্রেমে পড়ে যায় এবং তাকে বিয়ে করে গ্রামে থেকে যায়। এটা ক্লাইমের মা মিসেস ইয়ােব্রাইট মেনে নিতে পারেন না। ক্লাইম ইয়ােব্রাইট ইউস্টেশিয়াকে বিয়ে করে তার মায়ের বাড়ি ছেড়ে অন্য জায়গায় বাসা নেয়। কিন্তু ওয়াইলডিভ গােপনে ইউস্টেশিয়ার সাথে সম্পর্ক বজায় রাখে। শুরু হয় ক্লাইম আর ইউস্টেশিয়ার মাঝে সম্পর্কের টানাপড়েন। এভাবেই ক্রমে সামনে এগুতে থাকে কাহিনি ।