বিয়ের অনুষ্ঠান থেকে দেশদ্রোহিতার মিথ্যা অভিযােগে ধরে নিয়ে যাওয়া হলাে নিরীহ নাবিক এডমন্ড দান্তেকে। বন্দি করা হলাে ফ্রান্সের দুর্ভেদ্যতম কারাগার শ্যাতাে দু’ইফে। সাতটি বছর মুক্তির আশায় কাটাল দান্তে। কিন্তু মুক্তি দূরে থাক, বরং পাগল আখ্যা দিয়ে মাটির নীচের বিশেষ কুঠুরিতে আর সাত বছর আটকে রাখা হলাে ওকে। অবশেষে একজন প্রকৃত বন্ধু জুটল যে মুক্তির স্বপ্ন দেখাল দান্তেকে। প্রতিশােধ গ্রহণের নিমিত্তের সন্ধান দিল। তারপর… সুড়ঙ্গ খোড়ার কাজ শুরু হয়ে গেল। পালাতে পারবে এডমন্ড দান্তে? যে অন্যায় করা হয়েছে ওর সাথে, তার প্রতিশােধ নিতে পারবে?