“কাফকার মেটামরফোসিস ও অন্যান্য গল্প” বইটির শেষের ফ্ল্যাপ-এর লেখাঃ
কাফকা তাঁর লেখায় পুঁজিবাদের কাছে মানুষের চরম অসহায়তার কথা প্রকাশ করেছেন, যা কোথাও কোথাও | দায়বদ্ধতাকেও হার মানায়। সাত্র যেখানে ভয়ের কথা বলেন। কাফকা সেই ভয়কে খুঁচিয়ে দেন, যা স্বস্তিহীন অতৃপ্তির-আখ্যানে বিস্ফোরণ ঘটায়। কাফকা বলেন, শিল্প শিল্পীর কাছে কেবলমাত্র যন্ত্রণার আস্বাদন, অথচ এই শিল্প সৃষ্টির মধ্যে দিয়েই শিল্পী। নিজেকে উন্মােচিত করে অধিকতর যন্ত্রণার জন্য। শারীরিক অসুস্থতা, ব্যর্থ প্রেম, পুঁজিবাদী ব্যবস্থায় রাষ্ট্রীয় ক্ষমতার যথেচ্ছাচার, আশা থেকে নিরাশার মধ্যে একজন মানুষকে। চিহ্নিত করতে কাফকা মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকেন যা শেষ পর্যন্ত হয়ে দাঁড়ায় দংশনােদ্যত সভ্যতার মুখােশ!