১৯৪২। দখলদার নাৎসি বাহিনীর ভয়ে ১৩ বছরের এক ডাচ কিশােরী, অ্যান ফ্র্যাঙ্ক তার পরিবারের সদস্যদের সাথে অ্যামস্টার্ডামের অফিসপাড়ার একটা ওয়্যারহাউজে গা ঢাকা দিয়েছিল। দু’টি পরিবার দীর্ঘ দুই বছর ছিল সেখানে। সে সময় এই ডায়েরি লেখে অ্যান। তার লেখার মধ্যে আছে নিজেদের হাজারাে দুঃখ-দুর্দশা, রাগ-ক্ষোপ, অক্ষমতা, অভাব, ঠিকমত খেতে না পাওয়া, হতাশা, মৃত্যুভয় ইত্যাদির নিখুঁত বর্ণনা। যুদ্ধ শেষ হলে পরিণত বয়সে কী কী করবে, লেখার মধ্য দিয়ে সেই স্বপ্নের প্রতিচ্ছবিও এঁকেছিল অ্যান। কিন্তু তার কপালে লিখন ছিল… প্রচণ্ড আলােড়ন সৃষ্টিকারী এই ডায়েরি লিখে নিতান্ত সাধারণ এক ইহুদি কিশােরী, অ্যান ফ্র্যাঙ্ক, পরিণত হয়েছিল অসাধারণ অ্যান ফ্র্যাঙ্কে।