বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর পূর্ণ সুন্দরের কবি। অসাধারণ বহুমুখী প্রতিভার অধিকারী রবীন্দ্রনাথ ঠাকুর তার জীবদ্দশায় অপরিসীম সুনাম, প্রতিপত্তি এবং স্বীয় প্রতিভা বলে পাঠক ও প্রজা সাধারণের প্রগাঢ় ভালােবাসায় অলৌকিক মর্যাদা লাভ করেছেন। ১৯১৩ সালে তাঁর নােবেল পুরস্কারে সম্মানিত হওয়ায় পুরাে জাতি তাে বটেই ভারতবর্ষের জন্য এক বিরল সম্মান বয়ে নিয়ে আসে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনাসমগ্র হতে বেছে পাঠকের মনােজগতে প্রভাব বিস্তার করে এ গ্রন্থে এমন বাণীগুলাে দেয়া হয়েছে। যা পাঠকদের বিশ্বকবিকে জানতে ও বুঝতে সহায়তা করবে।
আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সাম্য ও মানবতার কবি। বাংলা সাহিত্য ও সংস্কৃতির ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র। তাঁর বর্ণাঢ্য কর্মজীবন ও সৃজনশীল কর্ম আমাদের অফুরন্ত অনুপ্রেরণার উৎস। কাজী নজরুল ইসলাম আমাদের প্রাণের কবি, বিদ্রোহী কবি, জাতীয় কবি। তিনি ছিলেন অসাম্প্রদায়িকতা ও জাতীয়তাবাদের মূর্ত প্রতীক । জাতীয় কবি অবশ্যম্ভাবিভাবে আমাদের প্রাতঃস্মরণীয় ব্যক্তিত্ব। তিনি সর্বদা বিরাজমান আমাদের চৈতন্যজুড়ে | জাতীয় কবির রচনাবলী হতে বাছাই করে বাণীগুলাে বাণী চিরন্তনে দেয়া হয়েছে।
বিশ্বকবি ও জাতীয় কবির জ্ঞানগর্ভ ও প্রজ্ঞাচিত বাণীগুলাে আমাদের পাথেয় হয়ে থাকবে। দু’জন কবির বাণীগুলাে পাঠকদের প্রণােদনা দিবে এ প্রত্যাশা নিরন্তর।