“আব্রাহাম লিঙ্কন অ্যা বায়োগ্রাফি” বইটির শেষের ফ্ল্যাপ-এর লেখাঃ
তাঁকে বলা হয় গণতন্ত্রের মহান পুজারি। তিনি ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রান্তিকালের মহানায়ক। তিনি না থাকলে দেশটি হয়তাে দু-টুকরাে হয়ে যেত। কিন্তু তাকে নিহত হতে হয়েছিল এক যুদ্ধবাজ মানুষের হাতে।
আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি মহামতি লিঙ্কনের কথা বলছি। অনেকে তাকে এই পৃথিবীর অন্যতম সেরা ব্যক্তি হিসেবে আখ্যা দিয়েছেন। লিঙ্কনের জীবন ইতিহাস বুঝি এক রুদ্ধশ্বাস গল্পকথা। বিশেষ করে অত্যন্ত সাধারণ অবস্থা থেকে তিনি যেভাবে লড়াই করে মার্কিন যুক্তরাষ্ট্রের মতাে একটি গণতন্ত্রের প্রধান পুজারি হয়েছিলেন তা আমাদের একাধারে মুগ্ধ এবং বিস্মিত করে রাখে।
এই বইটির মধ্যে বিশিষ্ট প্রবন্ধকার ডেল কার্নেগী ওই মহামানবের প্রতি তাঁর সশ্রদ্ধ ভালােবাসা নিবেদন করেছেন। তিনি কোনাে স্বসষ্ট ধারণার দ্বারা প্রভাবিত হননি। বেশির ভাগ ক্ষেত্রে যেমনটি হয়ে থাকে এক নির্মোহ আধুনিক প্রগতিশীল। লিঙ্কনকে তুলে ধরেছেন তাদের সামনে। এই সুমহান জীবনী গ্রন্থটি পাঠ করলে আমরা লিঙ্কনের চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কে অবহিত হয়ে উঠি। শুধু তাই নয়, আমরা বুঝতে পারি, তাঁর জীবনাদর্শকে সার্থকভাবে অনুসরণ করলে তার মতাে সফল পুরুষ হয়ে উঠতে পারব।