“সৌন্দর্যের রানি সুইজারল্যান্ড ভ্রমন” বইটির সামারীঃ ইউরোপের দেশগুলোর মধ্যে সবচাইতে সৌন্দর্যময় দেশ হলো সুইজারল্যান্ড।
যার সৌন্দর্য ইউরোপের যে কোনো দেশকেই হারমানায়।
পাহাড়-পর্বত, লেক, ভ্যালি ও আলপাইন বনাঞ্চল ঘেরা দেশটিকে যেন সব কিছু উজাড় করে দিয়েই আল্লাহতায়ালা সৃষ্টি করেছেন। এই দেশ থেকে তিন-চার ঘন্টার মধ্যে ফ্রান্স, জার্মানি, ইতালি, অস্ট্রিয়ার যে কোন শহরে পৌছানো যায়। বের্ন শহরটি হলো সুইজারল্যান্ডে রাজধানী।অন্যদুটি গুরুত্বপূর্ণ শহর হলো জুরিখ ও জেনেভা। এর মুদ্রার নাম হলো ফ্রাঙ্ক।
এখানে রয়েছে আল্পপ পর্বতমালা সারি সারি ভাঁজ যা ছবির মতো সুন্দর।আল্পস পর্বতের উঁচু জায়গা মেটারহর্ণ, উচ্চতা ৪৪৭৮মিটার। লেখক এখানে মূলত সুইজারল্যান্ডের অপরূপ ভ্রমণ অভিজ্ঞতার কাহিনি তুলে ধরেছেন এই বইটিতে।