কাহিনী সংক্ষেপ : গভীর রাত। স্কুলের পাশ দিয়ে যাচ্ছিল খালিদ। হঠাৎ দেখে ক্লাসরুম দখল করে রেখেছে একদল দস্যু। খালিদ খবরটি রুবেলকে দিতেই সে ব্যস্ত হয়ে পড়ে দস্যু তাড়ানোর জন্য। কিন্তু দস্যু তাড়ানো কি এত সহজ? কেন রুবেলকেই সন্দেহ করেন আলফাজ কাকারা? মুখোশধারীদের হাতে ধরা পড়ে রুবেল আর খালিদ। এরপর রুবেল রক্ষা পেলেও খালিদের রক্তাক্ত শার্ট পাওয়া যায় জঙ্গলে। কিন্তু শার্টটি সংগ্রহ করে গাছের কোটরে রাখলে ঘটে যায় বিস্ময়কর এক ঘটনা। হাওয়া হয়ে যায় শার্টটি। কিন্তু কেন? খুন হন রুবেলদের শিক্ষক বাহার স্যার। তার লাশের পাশে পাওয়া যায় রহস্যময় একটি ক্যাপ। এই ক্যাপের সূত্র ধরে এগোতেই খোঁজ মেলে খালিদের লাশের। কিন্তু খালিদের লাশ আসলে কোনটি? থানারটি? নাকি ব্রিজের পাশে যেটি পড়ে আছে, সেটি?