“আউট অব দ্য মেইজ (হু মুভ্ড মাই চিজ -এর পরের কাহিনি)” বইয়ের ফ্ল্যাপের লেখা:
হু মুভড় মাই চিজ? লক্ষ লক্ষ পাঠকের সার্বক্ষণিক সমস্যার সমাধান প্রদান করেছে। সমস্যাটি হলাে : পূর্বানুমান করা যায় না এমন অপ্রত্যাশিত পরিবর্তন। বইটির দীর্ঘকালীন প্রতীক্ষার ফলাফল হলাে বর্তমান এই সিকুয়েলটি। এতে পাঠকদের দেখিয়ে দেওয়া হচ্ছে কীভাবে তারা নিজেদের বিশ্বাসকে পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নেবে এবং যে-কোনাে কাজে আরও ভালাে ফলাফল করতে পারবে। জনসনের থিম হলাে – সব ধরনের অর্জনের মূলে রয়েছে আমাদের বিশ্বাস। আমরা কি নিরাপদ নাকি নিরাপত্তাহীন, সমালােচনামুখর নাকি পজিটিভ, নমনীয় নাকি অনমনীয়? কিন্তু বাস্তবে আমাদের বিশ্বাস এর পরিবর্তন করা খুবই কঠিন এবং সেইসঙ্গে ফলাফলেরও। দেখুন কীভাবে হেম, হাউ এবং হু মুক্ত মাই চিজের অন্য চরিত্রগুলাে এসব চ্যালঞ্জের মােকাবিলা করছে।